ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় আগুন লেগে পুড়ে গেলো ১৪ ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
আশু‌লিয়ায় আগুন লেগে পুড়ে গেলো ১৪ ঘর

আশু‌লিয়া (সাভার): আশু‌লিয়ার শিমু‌লিয়ায় এক‌টি শ্রমিক ক‌লোনী‌তে আগুন লেগে ১৪টি ঘর পু‌ড়ে গে‌ছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বি‌কেল ৩টার ‌দি‌কে আশু‌লিয়ার টেঙ্গুরী এলাকার তোফাজ্জ‌লের বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপু‌রে ওই বা‌ড়ির এক‌টি ঘ‌র থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন পু‌রো বা‌ড়ি‌তে ছড়ি‌য়ে প‌রে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্র‌ণে কাজ শুরু ক‌রে। তবে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেওয়া হলে তারা পৌঁছাতে দেরি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

ডিইপি‌জেড ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্তা হুমায়ুন হো‌সেন বাংলানিউজকে জানান, খবর পে‌য়ে ফায়ার সার্ভি‌সের দু‌ইটি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গিয়ে আগুন নিয়ন্ত্র‌ণে কাজ শুরু ক‌রে। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র‌ণে আ‌সে। আগুনে ক‌লোনীর ১৪টি ঘর পুড়ে গে‌ছে।

তিনি আরো জানান, ওই এলাকার সড়ক‌টি খারাপ থাকায় গা‌ড়ি প্র‌বেশ কর‌তে অ‌নেক সময় ব্যয় হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।