ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ২ জনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
সাভারে ২ জনকে কুপিয়ে জখম আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে/ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে সিদ্দিকুর রহমান (৪০) ও আরাফাত হোসেন দিনু (২০) নামে দু’জনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

‍আহত সিদ্দিকুর সাভারের বাড্ডা এলাকার মরু মিয়ার ছেলে এবং দিনু সাভারের ভাটপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনার পরে এলাকাবাসী ওই হামলা‌কারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। হামলা‌কারী হোসেন (১৯) সাভার ভাটপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বাংলানিউজকে জানান, দুপুরে সাভারের জামসিং এলাকায় তার কার্যালয়ের সামনে দিয়ে ছোড়া হাতে নিয়ে হেঁটে আসতে দেখা যায় হোসেনকে। এ সময় তাকে ডাক দিলে তার হাতে থাকা ছোড়া দিয়ে হঠাৎ করেই সিদ্দিকুরকে এলোপাথারি কুপিয়ে জখম করে। তাকে বাধা দিতে গেলে দিনু নামে এক যুবককে কুপিয়ে আহত করে হোসেন। সিদ্দিকুরের হাত ও পিঠে মারাত্বক জখম হয়েছে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক মাজহারুল ইসলাম প্লাবন বাংলানিউজকে বলেন, আহতদের হাতে ও পিঠে মারাত্বক জখম হয়েছে। এতে তাদের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, কুপিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।