ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবলীগের কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবলীগের কর্মী নিহত

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিহত আব্দুস সালাম ঝালকাঠি পৌর শহরে বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল হোসেন মিঠুর বড় ভাই।

এরআগে সোমবার (৮ জানুয়ারি) রাতে মোটরসাইকেল যোগে ঝালকাঠি থেকে বরিশাল শহরের দিকে যাওয়ার পথে রায়াপুর নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়া‌রি ০৯, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।