ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরের ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাভার থেকে গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মধুপুরের ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাভার থেকে গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে দুইটি মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে (৩৫) ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য জানান। মোস্তফা কামাল মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে।

ওসি বাংলানিউজকে জানান, মধুপুর থানায় দায়ের করা দুটি মাদক মামলায় মোস্তফা কামালের ২২ বছরের সাজা হয়েছে। সোমবার (০৮ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগরের কুঠুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।