ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে হকারমুক্ত ফুটপাত চাই: মেয়র আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
নারায়ণগঞ্জে হকারমুক্ত ফুটপাত চাই: মেয়র আইভী জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হকারমুক্ত ফুটপাত চাই, এতে পাঁচ লাখ মানুষ এ ফুটপাত দিয়ে চলাফেলা করতে পারবে, আমরা চার হাজার হকারের কাছে জিম্মি হতে চাই না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে নির্মাণাধীন লেকের উন্মুক্ত মঞ্চে মেয়রের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মেয়র আইভী বলেন, আমরা রেল লাইনের জায়গা উচ্ছেদ করেছিলাম আবার অজানা কারণে দখল হয়ে গেছে।

আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা চাই যেনো তারা আবার তা দখলমুক্ত করেন।

তিনি বলেন, আপনারা আমাকে ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় বার নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর ওপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিল নারায়ণগঞ্জবাসীও তার আস্থার প্রতিদান ব্যালটের মাধ্যমে দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই আপনাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

প্রশ্ন উত্তর পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।