ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে ৩২০০ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সোনাইমুড়িতে ৩২০০ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান কামাল ওরফে বিহারী (৪০) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

এসময় তার কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ  ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের আবদুল খায়েরের ছেলে।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।