ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রাইভেটকার-লেগুনা সংঘর্ষে চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সিলেটে প্রাইভেটকার-লেগুনা সংঘর্ষে চালক নিহত

সিলেট: সিলেটে প্রাইভেটকার-হিউম্যান হলার (লেগুনা) সংঘর্ষে রাহেল আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রাহেল আহমদ লেগুনা চালক ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউতগাও লালপুরের এলাইছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) অমৃত বাংলানিউজকে বলেন, সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-১১-৯৭১০) সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলারের (সিলেট-প-০৫-০৩২৮) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রাহেল নিহত হয়।

মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই অমৃত।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।