ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউনাইটেড হাসপাতালের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ইউনাইটেড হাসপাতালের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: হোল্ডিং ট্যাক্স বাবদ সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলানিউজকে তিনি জানান, দুপুরে রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

ফরিদুর রহমান খান হোল্ডিং ট্যাক্সবাবদ ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা আত্মসাৎ করেছেন। যার কারণে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসজে/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।