ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগ‌রে অস্ত্র ও গু‌লিসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
শ্যামনগ‌রে অস্ত্র ও গু‌লিসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলায় এক‌টি ওয়ান শ্যুটার গান ও পাঁচ রাউন্ড গু‌লিসহ মা‌লেক ঢালী না‌মে এক ব্য‌ক্তি‌কে আটক ক‌রে‌ছে জেলা গো‌য়েন্দা শাখা (ডি‌বি) পু‌লিশ। আটককালে তার কাছ থে‌কে ৫৩ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। 

বৃহস্প‌তিবার (১১ জানুয়া‌রি) ভোরে উপ‌জেলার পা‌খিমারা গ্রা‌মের বা‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়। মা‌লেক ঢালী ওই গ্রা‌মের ওমর ঢালীর ছে‌লে।

 

সাতক্ষীরা ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহ‌মেদ হা‌শেমী বাংলা‌নিউজকে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ভোরে মা‌লেক ঢালীর বা‌ড়ি‌তে অভিযান চালা‌নো হয়। এসময় তার বা‌ড়ি তল্লা‌শি ক‌রে এক‌টি ওয়ান শ্যুটার গান, পাঁচ রাউন্ড গু‌লি ও ৫৩ পিস ইয়াবাসহ তা‌কে আটক ক‌রা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।