ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউপিডিএফ নেতা খুনের ঘটনায় জেএসএস জড়িত নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ইউপিডিএফ নেতা খুনের ঘটনায় জেএসএস জড়িত নয় চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)েএর সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমা খুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) জড়িত নয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ তথ্য জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।

লিখিত বক্তব্যে বলা হয়, মিঠুন হত্যার ঘটনায় পরিবার থেকে কোনো মামলা করা না হলেও রাজনৈতিক হীন উদ্দেশে জৈকক অনি বিকাশ চাকমা একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে জেএসএসর নেতাকর্মীদের আসামি করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, যুব বিষয়ক সহ সাধারণ সম্পাদক প্রীতি ময় চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পদাক বিভুরঞ্জন চাকমা, সদস্য নরেশ চাকমা ও সোহাগ চাকমা।
 
৩ জানুয়ারি খাগড়াছড়ির জেলা শহরের স্লুইচ গেইট এলাকায় ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সংগঠনটি সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করে আসছে। এ ঘটনায় মিঠুনের পরিবার থেকে কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা দায়ের করেন। এছাড়া গত ৯ জানুয়ারি অনি বিকাশ চাকমা নামে এক ব্যক্তি জেএসএস এমএন লারমা গ্রুপ এবং ইউপিডিএফ গণতান্ত্রিক’র শীর্ষ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে খাগড়াছড়ির আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।