ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত দেওয়ান নাঈম হোসেন (ছবি: সংগৃহিত)

মানিকগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দেওয়ান নাঈম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নাঈম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার মৃত দেওয়ান আব্দুস সালামের ছেলে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নাঈমের বন্ধু লাল মিয়া রাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

লাল মিয়া বলেন, সংসার জীবনে নাঈম দেড় বছরের এক ছেলে সন্তানের জনক। পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ছয় মাস আগে পারি জমান সৌদি আরবে। সেখানে একটি হোটেলে কিছুদিন কাজ করার পর লরির চালক হিসেবে চাকরি নেন আরেক জাগায়। সেখানে কর্মরত অবস্থায় বাংলাদেশের সময় বুধবার (১০ জানুয়ারি) মধ্যরাতে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়। তার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসেছে এলাকায়। মরদেহের অপেক্ষায় এখন প্রহর গুনছেন নাঈমের মা, স্ত্রী এবং বোনসহ অন্যান্য স্বজনেরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।