ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বদরগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর বড়াইবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের মোফাজ্জাল হোসেন ছেলে শহিদুর রহমান বাটাল (৪২) ও তার স্ত্রী হোসনেয়ারা (৪০)।

বদরগঞ্জ থানার (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় বাড়িতে তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

গ্রেফতার হওয়া স্বামী-স্ত্রী দু’জনেই চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের নামে বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।