ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় ডাকাতি প্রস্তু‌তিকালে আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আশু‌লিয়ায় ডাকাতি প্রস্তু‌তিকালে আটক ৫

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার ছয়তলা এলাকায় ডাকা‌তির প্রস্তুতিকা‌লে পাচঁ ডাকাত সদস্যকে আটক করেছে পু‌লিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শ‌নিবার (১৩ জানুয়া‌রি) রাত সাড়ে ১১টার দিকে জামগড়া ছয়তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- ব‌রিশাল জেলা সদরের চ‌ন্ডিচর গ্রামের মোহরাক হোসেনের ছেলে রাসেল হাওলাদার (২৭), সে আশু‌লিয়ার জামগড়া জ‌সিম মিয়ার ভাড়া‌টিয়া।

ঝালকাঠি সদরের তালুকদার পাড়া গ্রামের আ‌নিছ মিয়ার ছেলে সিরাজ (২৫), সে জামগড়া দীপুর বা‌ড়ির ভাড়া‌টিয়া, ময়মন‌সিংহ জেলার ফুলবা‌ড়িয়া থানার বড় মা‌ঠিয়া গ্রামের আবু বক্কর ছি‌দ্দিকের ছেলে রোমান রানা (২৬), ব‌রিশালের দেলোয়ারের ছেলে সাফায়েত (২৫), ধামরাই উপজেলার জাম‌সিং এলাকার জ‌সিম মিয়ার ছেলে হা‌লিম (২৫)।
 
আশু‌লিয়া থানার উপ-প‌রিদর্শক (এসআই) ম‌নিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ডাকাত দল ছয়তলা এলাকার এক‌টি টং ঘরে বসে ডাকাতির প্রস্তু‌তি নিচ্ছে‌ছিলো। এ সময় সন্দেহে হ‌লে তাদের আটক করে তল্লাশি করা হয়।  

পরে তাদের কাছ থেকে বি‌ভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।