ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ২য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
সাভারে ২য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঢাকা (সাভার): সাভারে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল সাত্তার শেখ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছ ওই স্কুলছাত্রীর পরিবার।

পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর সাভার পৌর এলাকার আড়াপাড়ায় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো ওই স্কুলছাত্রী।

এসময় রিকশা চালক আব্দুল সাত্তার শেখ তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটি তার বাবা-মায়ের কাছে বিষয়টি জানালে সাভার মডেল থানায় খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল সাত্তারের স্ত্রী সালেহাকে আটক করেছে পুলিশ।

আব্দুল সাত্তারকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।