ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে দাশুড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু আরাফাত ও আদিব হোসেন দাশুড়িয়ার কলেজপাড়া এলাকার বিপ্লব হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেলে খেলা করার সময় পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে আরাফাত ও আদিব পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজখুঁজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় কোন ইউডি মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।