ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
করিমগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, দুপুরে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকার হারুন অর রশীদের ছেলে টিপু মিয়া (২৪) এবং একই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মো. নাসির (৪০)।

সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে টিপু মিয়া ও মো. নাসিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার এবং সিমসহ তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।