ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে হকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে হকার নিহত আমিনুল ইসলাম

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে প্রতিবন্ধী এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম লালমনিরহাট পৌরসভার শহীদ শাহজাহান কলোনি এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবন্ধী আমিনুল ইসলাম প্রায় ২০ বছর ধরে রেল স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে হকারি করে বিভিন্ন পত্রিকা বিক্রি করতেন। দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুল ঘটনাস্থলেই মারা যান।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।