ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার নিহত নারী লিজা।

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত হায়দার ডেন্টাল ক্লিনিক হাসপাতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নারীর নাম লিজা (২১)। তিনি ওই হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন।

 

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওই হাসপাতালের একটি কক্ষ থেকে লিজার মরদেহ উদ্ধার করা হয়।  

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, হাসপাতালের একটি কক্ষ থেকে লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে রক্তাক্ত জমখের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে আমাদের ধারণা।  

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।