ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলপড়ুয়া হালিমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
কলাপাড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলপড়ুয়া হালিমা

পটুয়াখালী: বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে হালিমা নামে এক কিশোরী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা উত্তর পূর্ব পাটুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সকালে হালিমার বাড়িতে বিয়ের খাওয়া-দাওয়ার রান্নার প্রস্তুতিও চলছিলো। খবর পেয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এরআরপি’র প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ইউপি সদস্য কামাল তালুকদার তৎপারতায় এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলনের সহায়তায় বাল্যবিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরে ইউপি চেয়ারম্যান রিন্টু তালুদার, ইউপি সদস্য কামাল তালুকদার, সংরক্ষিত ইউপি সদস্য মিনারা বেগম, আভাস কর্মকর্তা আরিফ ইসলামের উপস্থিতে অভিভাবকরা ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের সন্তানকে বিয়ে করাবে না বলে মুচলেকা দেয়।

আভাস কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে একটি সামাজিকব্যাধি। আমরা দীর্ঘদিন ধরে এনিয়ে কাজ করছি। শুক্রবার সকালে বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সদস্য এবং ওসির সহায়তায় বিয়েটি বন্ধ করি।

বাংলা‌দেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০২, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।