ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে বাসচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
বুড়িচংয়ে বাসচাপায় পথচারী নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সামসু মিয়া (৫৫) এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসু মিয়া ওই উপজেলার জগদাসার গ্রামের মৃত. আহাম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সামসু মিয়াকে চাপা দেয়। এতে ঘনটাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তির স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।