ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ৮০০ পিস ইয়াবাসহ ফখরু উদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ফখরু উদ্দিন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাজারামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ ফখরু উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।