ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘জঙ্গিগোষ্ঠী যেন ক্ষমতায় আসতে না পারে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
‘জঙ্গিগোষ্ঠী যেন ক্ষমতায় আসতে না পারে’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

মিরসরাই (চট্টগ্রাম): সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১৮ সালটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবছরটি নির্বাচনের বছর। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ সৃষ্টি হয়েছে। তাই দেশের মানুষকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে যাতে করে জঙ্গিগোষ্ঠী ফের ক্ষমতায় আসতে না পারে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চট্টগ্রামের মিরসরাইয়ের দমদমা গ্রামে ত্রিশরন মহারণ্য বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বড়ুয়ার উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।

একক সদ্দর্মদেশনা মৈত্রী কথা অনুষ্ঠানে বক্তব্য দেন ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থের।

দমদমা মহাশ্মশানের উত্তরপাশের মাঠে দু'দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল কবির, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) শাহ আলম, বিএসআরএমের সিনিয়র অফিসার কৃষানু বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের প্রধান সমন্নয়কারী স্বরোজ প্রিয় বড়ুয়া,আহ্বায়ক ডা. সুবোধ বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক মৃদুল কান্তি বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা ত্রিশরন মহারন্য (ধুতাঙ্গ কুটির) বৌদ্ধবিহারের ভিত্তিপ্রস্তরের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।