ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীজুড়ে ছিনতাই আতঙ্ক, সাত দিনে নিহত ২

প্রশান্ত মিত্র, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
রাজধানীজুড়ে ছিনতাই আতঙ্ক, সাত দিনে নিহত ২ প্রতীকী

ঢাকা: রাজধানীজুড়ে ছিনতাইকারীর দৌরাত্ম্য নতুন কিছু নয়। তবে সম্প্রতি বেপরোয়া হয়ে ওঠা ছিনতাইকারী চক্রের হাতে শুধু মালামালই খোয়া যাচ্ছে না, ঝরছে প্রাণও। ক্রমেই শান্ত হয়ে পড়া রাতের নগরীর পাশাপাশি ব্যস্ততম দিনের বেলাতেও অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা।

গত এক সপ্তাহে নগরীতে ছিনতাইকারীর কবলে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি তাদের মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, মোটরসাইকেল বেহাত হয়েছে।

 

ঝামেলা এড়াতে ভুক্তভোগীদের বেশিরভাগই মামলা বা থানায় অভিযোগ করেন না। ফলে ছিনতাইয়ের সঠিক পরিসংখ্যানও নেই পুলিশের কাছে। তবে, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বিশেষায়িত শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাকারী চক্র সক্রিয়। যাদের বেশিরভাগই শুক্র-শনিবার টার্গেট করে ভোরবেলা ছিনতাইয়ে নামে।

গত ২৬ জানুয়ারি ভোরে রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়েন হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। হেলেনা তার স্বামী মনিরুল ইসলামের সঙ্গে ধানমন্ডির ৬ নম্বর রোড এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার থেকে হেলেনার ব্যাগ ধরে টান দেয় দুষ্কৃতিকারীরা। এতে গাড়ির জানালায় হাত আটকে গিয়ে জানালার সঙ্গে ঝুলতে থাকেন তিনি। প্রায় ২০ গজ দূরে যাওয়ার পর হেলেনা ছিটকে পড়েন রাস্তায়। সেই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান হেলেনা।
 
সর্বশেষ ১ ফেব্রুয়ারি উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলামিন (২৫) নামে এক বিকাশ কর্মী খুন হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীরা আলামিনকে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
একই দিন দুপুরে ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহাবুবুর রহমান (২৯) নামে বিকাশের আরেক এক কর্মী আহত হয়েছেন। মাহাবুব বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ডেমরার গলাকাটা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটর সাইকেলযোগে তিনজন ছিনতাইকারী মাহাবুবের পথরোধ করে। এ সময় মাহাবুবের হাতে ও বুকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় রাকিবুল ইসলাম সাগর (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ছিনতাইকারীর ছুরিতে আহত হয়। এসএসসি পরীক্ষার জন্য এক আত্মীয়ের বাসা থেকে দোয়া নিয়ে নিজ বাসায় ফেরার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে দেড় হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এরআগে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় হাজারীবাগে জাকির হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পায়ে হেঁটে কামরাঙ্গীচরের বাসায় ফেরার পথে ৪-৫ জন ছিনতাইকারী জাকিরের পথরোধ করে। এ সময় তার কাঁধে ও পিঠে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ছিনতাই হওয়ার জায়গাগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মিরপুর থেকে আউয়াল হাওলাদার (২৬) ও বেলাল (৪০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পিবিআই।

তাদের জিজ্ঞাসাবাদের তথ্যে পিবিআই'র বিশেষ পুলিশ সুপার (এসএস) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ছিনতাই চক্রগুলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণত ভোরের দিকে ছিনতাই করে। প্রথম টার্গেট হিসেবে তারা রিকশা-যাত্রীর ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোনসহ নারীদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এছাড়া সুযোগ পেলে রিকশার গতিরোধ করে যাত্রীকে চাপাতি ও ছুরি ঠেকিয়ে ভয় দেখায় এবং সর্বস্ব লুটে নিয়ে আসা প্রাইভেট কারে পালিয়ে যায়।

ডিবি (গোয়েন্দা) পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, টানাপার্টি বা ছিনতাইকারী যেসব এলাকায় বেশি সক্রিয় সে স্পটগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এসব স্পটে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
পিএম/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।