ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
যশোরে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোর জেলার সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে ইয়াসিন নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন ওই গ্রামের টাইলস মিস্ত্রি ওয়াসিমের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে ইয়াসিনকে বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত ৮টার দিকে ভেকুটিয়া বাজারের পেছনে ধানক্ষেতের মধ্যে ইয়াসিনকে খুঁজে পান স্থানীয়রা। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটিকে হত্যা করা হয়েছে কি না, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
ইউজি/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।