ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রামপুরা হাজিপাড়া অ্যাপেক্স গলি এলাকার একটি পাঁচতলা বাড়ি থেকে রাশিদা আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে রামপুরা থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত রাশিদা তার স্বামী রফিকুল ইসলামসহ সন্তানদের নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী নিবাস মিস্ত্রী মৃত গৃহবধূর পরিবারের বরাত দিয়ে জানান, নানা রোগে আক্রান্ত ছিলেন রাশিদা। যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এজেডএস/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।