ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে অপহরণের অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত নার্স ফারজানা আক্তার উজিরপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম হাওলাদারের কন্যা।

অভিযোগের সূত্র ধরে জানা গেছে, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষে হাসপাতাল থেকে বাসার ফেরার পথে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ওই নার্সের বাবা তাদের মৌখিকভাবে অভিযোগ করেছেন তার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল আমাদের থানার আওতাভুক্ত নয়, তারপরও বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, এ অবধি যতটুকু জানা গেছে ওই মেয়ের সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। যা মেনে নিতে চাচ্ছে না মেয়ের পরিবার। সম্প্রতি মেয়েটি নার্সের চাকরি পেয়েছেন। ফলে এদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।
 
ওসি বলেন, যিনি মেয়ের বাবাকে অপহরণের খবর দিয়েছেন তিনি বলতে পারবেন মেয়েটি কীভাবে কোথায় কখন অপহরণ হয়েছেন। তাই তাকে খোঁজা হচ্ছে, তাকে পেলে ঘটনার মূল রহস্য উদঘাটন হতে পারে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।