ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নারায়ণগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

আটককৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের রুপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুর বাবা সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুক হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক, সোনারগাঁ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেলের বড় ভাই সোহেল।

 

কাঞ্চন পৌর মেয়রকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম।  

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) সরাফতউল্লাহ জানান, নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে সোনারগাঁয়ে ১০ জন ও রুপগঞ্জে ১ জনসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।