ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সিরাজগঞ্জে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ফুল মাহমুদ (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। দু’টি হত্যা মামলায় ৬০ বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত ফুল মাহমুদের বাড়ি সদর উপজেলার চর হরিপুর গ্রামে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আল-মামুন জানান, ফুল মাহমুদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সপ্তাহ খানেক আগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় শুক্রবার তাকে কারাগারে আনা হয়। শনিবার রাতে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।