ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুর ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মাধবপুর ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে একটি জিপ গাড়ি ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

আটক ব্যক্তিরা হলেন- সিলেটের কোতোয়ালি থানার গোয়াইপাড়া এলাকার মৃত ছন্দু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মোছা. ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহী (২১), ছেলে ইমন আহমেদ (২৩) ও তার স্ত্রী শামীমা আক্তার শাম্মী। এছাড়া তাদের সঙ্গে ৫ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার ভোরে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুন্সী টাওয়ার এলাকায় একটি জিপ  গাড়িকে আটক করলে এর চালক পালিয়ে যায়।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়িটির ইঞ্জিনের ভেতরে লুকানো অবস্থায় ১শ’ প্যাকেট ইয়াবা জব্দ করে। প্রতিটি প্যাকেটে ২শ’ পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা উল্লেখিত ৫ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে বাউল গানের সরঞ্জামাদী জব্দ করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলেছে, সিলেট থেকে একটি গাড়ি ভাড়া করে চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়েছিলেন। সেখানে একদিন অবস্থানের পর ওই গাড়িতে করেই ফিরে আসছিলেন। তারা এই ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে কিছুই জানেন না। তবে তাদের কথাবার্তা সন্দেহজনক বলে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/আপডেট:১৬০৯ ঘণ্টা

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।