ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মো. হাসান আলী (৩২) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চড়ইমুড়ী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটক হাসান আলী একই উপজেলার কয়রা জঙ্গলখামার গ্রামের মো. আরমান আলীর ছেলে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আলীর কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ও মোবাইলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।