ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেসিসির কাউন্সিলর সানুর আত্মসমর্পণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
কেসিসির কাউন্সিলর সানুর আত্মসমর্পণ কেসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা সানু আদালতে আত্মসমার্পণ করেন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা সানু (৪২) আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

মহানগরীর বসুপাড়া বাঁশতলা মোড়ে রেজওয়ান হোসেন সুমন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।

আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোলাম মাওলা সানু মহানগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার খলিলুর রহমানের ছেলে।

সানুর আইনজীবী অ্যাডভোকেট রজব আলী বাংলানিউজকে জানান, গোলাম মাওলা সানু খুলনা সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে পরপর তিনবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি হত্যার ঘটনায় তাকে হুকুমের আসামি করা হয়। যেহেতু তিনি বর্তমানে কাউন্সিলর হওয়া স্বত্ত্বেও এলাকার উন্নয়নে অংশ নিতে পারছে না। সেহেতু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়ে তিনি এলাকাবাসীর কাছে ফিরে আসতে পারবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর সন্ধ্যায় সুমন তার দুই বন্ধু ইমদাদুল হক মিলন ও সোহাগ সরদারকে নিয়ে মোটরসাইকেলে করে বসুপাড়া বাঁশতলা মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে ১৫/১৬জন তাদের কুপিয়ে আহত করেন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুমন মারা যান।

এ ঘটনায় নিহত সুমনের মা রাজিয়া আক্তার ডলি বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ ও আরো ৮/৯জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৯।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৪ , ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।