ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
গুলশানে দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশানে দেওয়ার চাপায় জয়নব আলী (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

জয়নবের গ্রামের বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার চাঁনগাটি পশ্চিমপাড়ায়।

বর্তমানে তিনি গুলশান শাহাজাদপুর এলাকায় থাকে দিনমজুরের কাজ করতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাল্লাউদ্দিন কাদের বাংলানিউজকে জানান, শাহাজাদপুর কনফিডেন্স সেন্টারের পশ্চিম পাশে একটি টেনসেট বাড়ির দেওয়ার ভাঙ্গার কাজ করছিলেন জয়নব। হঠাৎ দেওয়ালে উপরের অংশ তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।