ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় গৃহবধূর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দামুড়হুদায় গৃহবধূর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে আরজিনা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরজিনা খাতুন একই গ্রামের হাসাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, ১৮ বছর আগে হাসাদ আলীর সঙ্গে বিয়ে হয় আরজিনা খাতুনের। বিয়ের পর থেকেই নানান কারণে আরজিনার ওপর নির্যাতন করতো তার স্বামী। কিছুদিন পরে হাসাদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এর সূত্র ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে শনিবার রাতে শ্বাসরোধ করে আরজিনাকে হত্যার পর গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে তার স্বামী হাসাদ আলী।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসন জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে নিহতের শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি তার স্বামী এখনো পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।