ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশে কর্মরত আছেন সাড়ে ৮৫ হাজার বিদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দেশে কর্মরত আছেন সাড়ে ৮৫ হাজার বিদেশি

সংসদ ভবন থেকে: বিভিন্ন পেশায় ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় নাগরিক।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  

প্রায় দুই লাখ বিদেশি নাগরিক বাংলাদেশ থেকে প্রতিবছর ৪০ হাজার কোটি টাকা নিজ দেশে নিয়ে যাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিদেশি নাগরিকরা বিশেষজ্ঞ, কান্ট্রি ম্যানেজার, কনসালট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোলার, মার্চেন্ডাইজার, টেকনেশিয়ান, সুপারভাইজার, চিকিৎসক, নার্স, ম্যানেজার, প্রকৌশলী, প্রডাকশন ম্যানেজার, ডিরেক্টর, কুক, ফ্যাশন ডিজাইনার ও শিক্ষক ক্যাটাগরিতে কাজ করেন।

কাজের ধরন অনুযায়ী পরিসংখ্যানে দেখা যায় ব্যবসায় মালিক রয়েছেন ৬৭ হাজার ৮৫৩ জন, এক্সপোর্টার ৮ হাজার ৩০০ জন, অফিসার ৩ হাজার ৬৮২ জন, খেলোয়াড়/স্পোর্টস সংগঠক ২ হাজার ১০৫ জন, ক্যাপিটাল বিনিয়োগকারী ৯২২ জন, পার্সোনাল স্টাফ ৮০৪ জন, ইকুপমেন্ট টেকনিক্যাল পার্সোনাল ৭২৭জন, এনজিও কর্মী ৫৬১জন, রিসার্স/ট্রেনিং ৪০০ জন এবং গৃহকর্মী ১৩২ জন।

তালিকা অনুযায়ী ৪৪টি দেশের মধ্যে সর্বাধিক ভারতের ৩৫ হাজার ৩৮৬ জন এবং সর্বনিম্ন উজবেকিস্তানের ১০৩ জন নাগরিক বাংলাদেশে কাজ করছেন। ভারতের পরেই রয়েছে চীনের ১৩ হাজার ২৬৮ জন, জাপানের ৪ হাজার ৯৩ জন, দক্ষিণ কোরিয়ার ৩ হাজার ৩৯৫ জন, মালয়েশিয়ার ৩ হাজার ৮০ জন, শ্রীলংকার ৩ হাজার ৭৭ জন, থাইল্যান্ডের ২ হাজার ২৮৪জন, যুক্তরাজ্যের ১ হাজার ৮০৪ জন, যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪৪৮ জন, জার্মানির ১ হাজার ৪৪৭ জন, সিঙ্গাপুরের ১ হাজার ৩২০ জন, তুরস্কের ১ হাজার ১৩৪ জন। এছাড়া এক হাজারের নিচে আছে বেশ কয়েকটি দেশের নাগরিক।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।