ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

সংসদ ভবন থেকে: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিমি. রিং রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগ সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তারা যাতে টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে যেতে না পারেন সেজন্য একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

চট্টগ্রাম শহরসহ দেশের অন্য কোনো শহরে প্রবেশে রোধে সংশ্লিষ্ট এলাকার বাস/নৌরুটের মালিকদের এনআইডি কার্ড ছাড়া কাউকে টিকিট না দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোহিঙ্গারা যাতে অন্য এলাকায় ছড়িয়ে যেতে না পারে সেজন্য ১১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় আটক রোহিঙ্গাদেরও ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের দৈনন্দিন চলাচল মনিটরিং করছে। এছাড়াও রোহিঙ্গারা যাতে জেলেদের সঙ্গে মিশে মাছ ধরতে না পারেন সেজন্যও নজর রাখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশে কর্মরত আছেন সাড়ে ৮৫ হাজার বিদেশি

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।