ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা  জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় আপিল বিভাগের বিচারপতিরাও ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সেখানে তিনি লিখেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার সংগ্রামে। ৩০ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা।  

‘বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বীর শহীদদের মহান আত্মত্যাগকে। শহীদদের রেখে যাওয়া পতাকার মর্যাদা জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করবো। ’  

এ সময় অন্যদের মধ্যে ছিলেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. সাহেদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, সাভার উপজেলা নির্বাহী কর্মকতা শেখ রাসেল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম।  

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

এর আগে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) তাকে প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসএন/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।