ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের পল্লীবিদ্যুত বটতলী এলাকায় বাসের নিচে চাপা পড়ে মুন্না (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মুন্না সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে।

সে ঠাকুরগাঁও জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মুন্না মোটরসাইকেলে চালিয়ে বালিয়াডাঙ্গী যাচ্ছিলো। সে পল্লীবিদ্যুত বটতলী এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুন্না মারা যায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টাফ অফিসার বেলজার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।