ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১৬৪ পিস ইয়াবাসহ মো. শহিদুল শেখ (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

শহিদুল বালিয়াকান্দি উপজেলার আনন্দ বাজার এলাকার মো. সদর আলী শেখেরে ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, শহিদুল পেশাদার মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পদমদী এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।