ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় ট্রলির ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা আসাদুল হক (৫২) তার ভাই জিকরুল হক (৪৫) ও অন্য ভাইয়ের ছেলে রফিক (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে তিন আরোহী ওই এলাকায় অবস্থিত একটি প্লাইহুড কারখানায় যাচ্ছিল।

এ সময় একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আসাদুল হক ও জিকরুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহী আসাদুলের ভাতিজা রফিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। আসাদুলের বাড়ি বোতলাগাড়ি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আসাদুল বিভিন্ন হাটবাজারে ওষুধ বিক্রি করে বেড়াতেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।