ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সিরাজগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে বাসচাপায় শাকিল (৭) নামে এক স্কুলছাত্র নিহত  হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।  

সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও শ্যামপুর মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান উজ্জ্বল বাংলানিউজকে জানান, সকালে শাকিল স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।