ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে বাসচাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-প্রাইভেটকার চালক সিলেটের সাব্বির আহমেদ (৩২), সিলেটের টুকের বাজারের পীরপুর এলাকার আয়শা বেগম (৫২), আব্দুস শহীদ (৭০), তার স্ত্রী হাসনা ফুল (৬০) ও সিলেট বিমান বন্দর থানার চাতল এলাকার আয়জান নেছা (৫০)।

 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, চালক সাব্বির ওই চার যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন। পথে পাগলা বাজারে বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারে থাকা পাঁচজন।  এসময় বাসের চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার হাবীব উল্লাহ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ হস্তান্তরের জন্য
স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।