ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
কক্সবাজারে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনের সাজা

কক্সবাজার: ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে কক্সবাজার শহরের আটক পাঁচজনের দুইজনকে কারাদণ্ড ও তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- ইয়াবা বিক্রেতা সাজ্জাদ ও মোসাম্মৎ হামিদা এবং সেবনকারী কলিম হোসেন, ইব্রাহিম ও শরীফ।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন।

এরআগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শহরের তিনটি চিহ্নিত স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানান, কক্সবাজার শহরের মাদকের বিরুদ্ধে অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে ইয়াবা বেচাকেনার দায়ে আটক সাজ্জাদকে দুই মাস ও মোসাম্মৎ হামিদাকে ৬ মাসের কারাদণ্ড এবং মাদক সেবনের দায়ে কলিমকে ৫ হাজার, ইব্রাহিমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও শরীফকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বাংলানিউজকে বলেন, মাদক মুক্ত শহর গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি সোমেন চন্দ্র, ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, জেলা প্রশাসনের পেশকার জসীম ও আনসার ব্যাটালিয়নরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।