ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৫৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, যুবদল নেতা বুলবুল আহমেদ ও কসবা খারেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. ইমতিয়াজ আহমেদ জানান, জেলার নয়টি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।