ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৬৫ হাজার চিংড়ির রেণুসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
৬৫ হাজার চিংড়ির রেণুসহ আটক ৩ আটক তিন জেলে। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা ও কালাইয়ায় অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস চিংড়ি রেণু ও দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ তিন জেলেকে আটক করা হয়েছে।

দক্ষিণ জোন কোস্টগার্ডের জাহাজ বগুড়ার দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া ও কালাইয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) কোস্টগার্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া নদীর দশমিনা এলাকায় অভিযানকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ তিন জেলে ও আনুমানিক ৬৫ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করে। জব্দকৃত রেণুর মূল্য আনুমাণিক টাকা ১ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে কালাইয়া এলাকা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য আনুমাণিক টাকা ৭ লাখ টাকা। রেণু ও জাল জব্দের পর জেলেদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। যাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাশাপাশি জব্দকৃত রেণু মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।