ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিএনপি নেতাসহ আটক ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
টাঙ্গাইলে বিএনপি নেতাসহ আটক ৪৫

টাঙ্গাইল: নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৪৫ জনেক আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, শহর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সখীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম সুমন রয়েছেন।

এছাড়াও টাঙ্গাইল সদর থেকে পাঁচ জন, দেলদুয়ার দুই জন, নাগরপুর ছয় জন, বাসাইল দুই জন, মির্জাপুর থেকে ১৪ জন, কালিহাতী থেকে দুই জন, ঘাটাইল থেকে তিন জন, মধুপুর থেকে চার জন, গোপালপুর থেকে এক জন, ভূঞাপুর থেকে দুই জন, ধনবাড়ী থেকে তিন জন এবং সখীপুর থেকে একজনকে আটক করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম (বার) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।