ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পৃথিবীর ৬ হাজার ৭০০ ভাষার অর্ধেকই বিলুপ্ত হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
পৃথিবীর ৬ হাজার ৭০০ ভাষার অর্ধেকই বিলুপ্ত হবে পৃথিবীর ৬ হাজার ৭০০ ভাষার অর্ধেকই বিলুপ্ত হবে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমে চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (০৭ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীতে পৃথিবীর জীবিতপ্রায় ছয় হাজার ৭০০ ভাষার মধ্যে অর্ধেক বিলুপ্ত হয়ে যাবে।

বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়রা এই ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী মাতৃভাষার প্রাথমিক শিক্ষা অর্জনের বিষয়টি শিশুদের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রাম বর্তমানে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় শিশুরা পড়তে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষকদের স্ব ভাষায় পড়ানোর ক্ষেত্রে দক্ষ হওয়া প্রয়োজন। সব জাতিগোষ্ঠির মাতৃভাষায় যেন শিশুরা পড়তে পারে এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন বক্তরা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন- অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব উক্যজেন, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।