ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের ১৫ মামলায় আসামি ৩শ’, গ্রেফতার অর্ধশত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ময়মনসিংহে পুলিশের ১৫ মামলায় আসামি ৩শ’, গ্রেফতার অর্ধশত

ময়মনসিংহ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে চরম হার্ডলাইন নিয়েছে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চলছে সাঁড়াশি অভিযান।

গত তিন দিনে নাশকতার অভিযোগে জেলার ১২টি থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এসব মামলা দায়ের হয়।

 

সূত্র জানায়, পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এসব মামলা দায়ের করেছে। মামলায় প্রায় বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাত আরো কয়েকশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় গত তিন দিনে গ্রেফতার হয়েছেন বিএনপি-জামায়াত জোটের প্রায় অর্ধশত নেতাকর্মী। পুলিশ ও বিএনপি দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বাংলানিউজকে বলেন, ‘জনরোষ আতঙ্কে সরকার গোটা দেশের মতো ময়মনসিংহেও বিএনপির একের পর এক নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিচ্ছে। এসব মামলায় গণগ্রেফতার চলছে। ’

একই রকম অভিযোগ করে ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয় আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণগ্রেফতার করছে। কিন্তু এসব করে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ধমিয়ে রাখতে পারবে না। ’

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘বিএনপির নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আগামী দিনে আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে। মিথ্যা মামলা ও গণগ্রেফতার করে তা প্রতিহত করা যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।