ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
পাবনায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা পাবনায় র‌্যাবের টহল

পাবনা: বিএনপির চেয়ারপানসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পাবনায় নির‍াপত্তা জোরদার করেছে প্রশাসন। নাশকতা এবং সহিংস কর্মসূচি মোকাবেলা করতে পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সিপিসি-২ জেলাতে নিরাপত্তা মহড়া প্রর্দশন করছে।

নিরাপত্তার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা ওসি আব্দুল রাজ্জাক জানান, পাবনা পুলিশ সুপারের নির্দেশে বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মামলার আসামিদের নজরদারিতে রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে পাবনা র‌্যাব এর স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. রমজান আলী বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির চেষ্টা করতে দেওয়া হবে না। পাবনা র‌্যাব পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশ প্রশাসনসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।   পোষাকি পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পাবনাতে তিন প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বুধবার সদর থানায় ২৫ জন এবং অন্যান্য ৯ থানা মিলিয়ে ৬৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তবে এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।