ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার ২ জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বৃহস্পতিবার ২ জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পটুয়াখালী: বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী ও বরিশাল সফর করবেন। সফরের শুরুতে সকালে তিনি পটুয়াখালীর পায়রা নদীর তীরে লেবুখালিতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন।

 

এরপর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিট এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইউনিটগুলোর মধ্যে রয়েছে সদর দপ্তর ৭ পদাতিক ডিভিশন, এরিয়া সদর দপ্তর বরিশাল, সদর দপ্তর ৭ আর্টিলারি ব্রিগেড, সদর দপ্তর ৬ পদাতিক ব্রিগেড, স্টেশন সদর দপ্তর বরিশাল, ২৬ হর্স, ৪২ ফিল্ড রেজিমেন্ড আর্টিলারি, ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সিএমএইচ বরিশাল, স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি বরিশাল, ১৫১ ফিল্প ওয়ার্কশপ কোম্পানি ইএমই।

পটুয়াখালী সেনানিবাসের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল, মীর্জাগঞ্জ উপজেলার দেউলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বাউফলের সাবুপাড়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সরকারি শিশু পরিবার (বালিকা) এর নবনির্মিত হোটেল ভবন, কাজী আবুল কাশেম স্টেডিয়াম, দশমিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কলাপাড়া উপজেলাধীন, পশ্চিম চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, পূর্ব ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, বাউফলের ধানদী মডেল হাইস্কুল কাম সাইক্লোন সেন্টার, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গলাচিপা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স, জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পাবলিসিটি স্কিন, শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়াম) এর উদ্বোধন করবেন।

শেখ হাসিনা সেনানিবাসপটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান জানান, সেনানিবাসের উদ্বোধন ছাড়াও পটুয়াখালী জেলার ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। যার ফলকগুলো সেনানিবাস এলাকায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।

সেনানিবাসের অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী শেখহাসিনা বরিশাল নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগদান করে ভাষণ দেবেন। পাশাপাশি ৩৯টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশেষ নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বরিশাল ও পটুয়াখালী জেলা জুড়ে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।