ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাইকোর্ট এলাকায় ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
হাইকোর্ট এলাকায় ডিএমপি কমিশনার ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘিরে নগরের নিরাপত্তার সার্বিক খোঁজ খবর নিতে হাইকোর্ট এলাকা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে হাইকোর্টের কদমফোয়ারা এলাকা পরিদর্শনে আসেন তিনি।

এ সময় তিনি বলেন, ঢাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কারো কোনো ধরনের শঙ্কার কারণ নেই।

নগরজুড়ে পুলিশ সদস্যরা পূর্ণ প্রস্তুত রয়েছে।

নগরবাসীকে কোনধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের কাজকর্ম করুন। যদি কেউ কোনো ধরনের অপতৎরতা চালানোর চেষ্টা করে কঠোর হাতে দমন করা হবে। আমাদের পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।